দেশের চলমান করোনা মহামারির মধ্যেই বিয়ে করলেন আরেক ক্রিকেটার। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত বিয়ে করেছেন গত শনিবার। যদিও সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। মেয়ের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রামে। আর শান্তর বাড়ি পাশের রনহাট গ্রাম।
নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন নাজমুল হোসেন। সেইসঙ্গে সবার কাছে দোয়াও চেয়েছেন এই তরুণ ক্রিকেটার। বলেন, নাজমুল বলেন, গত শনিবার বিয়ে করেছি। আমাদের জন্য দোয়া করবেন।
তিনি আরো জানান, তার স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু দুই পরিবারের লোক ছিল।
প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ২১ বছর বয়সী বাঁহাতি এ ওপেনার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।