ক্রিকেটকে অনেক আগেই বিদায় বলেছেন গৌতম গম্ভীর। বাইশ গজ ছেড়ে তিনি নেমেছেন রাজনীতির মাঠে। কার্যত ভারতের একজন নির্বাচিত সাংসদ হিসেবে কাজ করছেন সাবেক ওপেনার। তবে রাজনীতিতে থাকলেও নিয়মিতই ক্রিকেটের খোঁজ খবর রাখছেন গম্ভীর। এরই ফাঁকে এবার স্মৃতিচারণ করলেন; ফিরে গেলেন বহু বছর আগে।
ভারতের সাবেক ওপেনার জানালেন ক্যারিয়ারের শুরুর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মেঝেতে শুয়েছিলেন তিনি। কিন্তু কেন? স্টার স্পোর্টসের চ্যাট শোতে সেটার কারণ বলেছেন গম্ভীর, ‘আমরা প্রায় এক মাস রুমমেট ছিলাম। আমরা নিয়মিতই চুল নিয়ে কথা বলতাম। কারণ তার (ধোনির) পেছনে বড় চুল ছিল।’
গম্ভীর যোগ করলেন, ‘কীভাবে লম্বা চুলের যত্ন নিত ধোনি তা নিয়ে আলোচনা করতাম। আমার মনে আছে একবার আমরা খুব ছোট একটা রুমে ছিলাম। তখন এটা (ঘুমানোর জায়গা) বড় করার পরিকল্পনা করেছিলাম। পরে আমরা মেঝেতে বিছানা করি এবং দুজনই মেঝেতে ঘুমাই। দুজনের ম্যাটট্রেস ফ্লোরে বিছিয়ে ঘুমাই, ওটা দারুণ একটা মুহূর্ত ছিল।’
ভারতীয় ওপেনার গম্ভীরকে এখানো নাড়া দেই সেইসব স্মৃতি, ‘আমরা দুজনই তরুণ ছিলাম। ধোনি আর আমি প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করি। আমরা এক সঙ্গে কেনিয়া গিয়েছিলাম। ভারত এ দলের হয়ে জিম্বাবুয়ে সফর করেছিলাম এবং এক সঙ্গে অনেক সময় পার করেছিলাম। যখন আপনি টানা একমাস একজনের সঙ্গে রুম ভাগাভাগি করবেন তখন সেই মানুষটা সম্পর্কে অনেককিছুই জানতে পারবেন।’